News:

সুধী,
আসসালামু আলাইকুম । পরম করুনাময় মহান আল্লাহ ত'য়ালার নামে আরম্ভ করছি। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি ১ জানুয়ারি ১৯৭৪ সালে স্থাপিত হয়। বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে যুগোপযোগী কারিকুলাম ও পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান এবং বর্তমান সরকারের "ভিশন-২০২১" এবং SDG-3030 বাস্তবায়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে সকল পদক্ষেপ গৃহীত হয়েছে ইহাকে সাধুবাদ ব্যক্ত করে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দ্ঢ় প্রত্যয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। অত্যন্ত সুন্দর, মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান সম্পন্ন করা হয়। প্রতি বছর ভালো ফলাফল অর্জনের ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যাও দিনের পর দিন কাঙ্ক্ষিত রূপে বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ২ ফেব্রয়ারি ২০১৪ সালে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে উন্নতি লাভ করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের তিনটি শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিদ্যমান। দক্ষ গভর্নিংবডির পরিচালনায় এবং শিক্ষক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি আজ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া শিক্ষকদের মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমের ফলে কলেবর ও ফলাফলে এসেছে ব্যাপক পরিবর্তন। তিনটি বিভাগের ফলাফল সন্তোষজনক। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেনিতে সর্বমোট ১৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। মাননীয় এম.পি. মহোদয় জনাব সাবের হোসেন চৌধুরী, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন (সাদু), দক্ষ গভর্ণিং বডি ও অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতায় আজ আমরা বর্তমান পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি। সর্বপরি অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মহান আল্লাহ ত'য়ালার নিকট আমাদের গভর্ণিং বডির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীগণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমাদের বিভিন্ন সময়ে সহযোগিতা করার জন্য।

মোহাম্মদ আমিনুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
খিলগাঁও গভঃ কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ)